RAMNAGAR HIGH SCHOOL (H.S)

DISE CODE - 19090306103

02/09/2024 9:28 AM

বিদ্যালয় গ্রন্থাগার শিক্ষা তথ্য বই পাঠক সহায়তা গবেষক তোমার কাল্পনিক শক্তি

এর মূল উদ্দেশ্য হল ছেলেবেলা থেকে ছাত্রছাত্রীদের বই পড়ার আগ্রহ বাড়িয়ে তোলা, লাইব্রেরী মুখী করা, পাঠককে তথ্য পরিবেশন করা, ছাত্রছাত্রীদের বেশি বেশি করে রেফারেন্স বইয়ের যোগান দেওয়া ও গল্প বই পড়ার ব্যবস্থা করা।

‘ মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মত চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহা শব্দের সহিত এই লাইব্রেরীর তুলনা হইতো। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে।’

‘ হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরীর মধ্যে মানব হৃদয়ের বন্যা বাঁধিয়া রাখিয়াছে।’ 

---রবীন্দ্রনাথ ঠাকুর

গ্রন্থাগারিকের কলম ::

রামনগর হাই স্কুল

‘ ভালো বই আত্মতুষ্টির শ্রেষ্ঠ উপায়।’ আমাদের জীবনে এই অত্যাবশ্যকীয় উপকরণের সংগ্রহশালাই হল লাইব্রেরী।
আত্মাকে চেনা, অনুভব করা ও আত্মার আনন্দকে সর্বময় করে তোলার চাবিকাঠি হলো লাইব্রেরীতে বইয়ের মতো পরম এবং একমাত্র বন্ধুর সাহচর্য লাভ। গ্রন্থাগার হলো বিদ্যালয়ের আত্মাস্বরূপ।

আমাদের রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা ১৯০৯ সালে হলেও ধীরে ধীরে শ্রীবৃদ্ধির পথে নানান উপকরণের সঙ্গে সর্বোৎকৃষ্ট উপকরণ বইয়ের সংগ্রহ কিছু কিছু করে হয়েছে । ২০০৯ সালে সুগঠিত লাইব্রেরীর রূপ ও মর্যাদা লাভ করেছে বিদ্যালয়ের প্রথম গ্রন্থাগারিক শ্রী রামনারায়ন মন্ডল মহাশয়ের যোগদানে। প্রথম দিকে বই সহ অন্যান্য উপকরণ কম ছিল। ধীরে ধীরে আজ দীর্ঘ ১০ বছরে উপকরণ সামগ্রীর অনেকটাই বৃদ্ধি হয়েছে। লাইব্রেরীর কক্ষ ক্রমশঃ প্রসারিত হচ্ছে । Library is a growing organism । বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় ৪০০০। প্রতি বছরই বই ক্রয় করা হয় । মাসিক পত্রপত্রিকা, সংবাদপত্র, নিয়মিতভাবে আসে। লাইব্রেরী Grant বিগত কয়েক বছর অল্প অল্প পাওয়া গেছে। লাইব্রেরীর সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, সাজানো ও বসার ব্যবস্থাপনা সকলকে আকৃষ্ট করে। রুটিনে প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের লাইব্রেরী ব্যবহারের ক্লাস উল্লেখ আছে। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের পিছনে এই লাইব্রেরীর ভূমিকা অনস্বীকার্য। গ্রন্থাগারিকের এর প্রতিনিয়ত প্রচেষ্টা, ছাত্রদরদী হৃদয়, সুচিন্তিত কার্যকলাপ ও বিদ্যালয় পরিচালন সমিতির সহযোগিতা ক্রমে ক্রমে গ্রন্থাগারকে পরিপুষ্ট করে তুলছে। এককথায় আমাদের লাইব্রেরী সুপরিকল্পিত ও সুসজ্জিত। আশা রাখি আমাদের লাইব্রেরী একদিন সমাজের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।

লক্ষণ ঘোষ (দায়িত্বপ্রাপ্ত)

পুস্তক :: বিশ্বকোষ, অভিধান, ইয়ারবুক, অ্যাটলাস, ভ্রমণ গাইড, সাহিত্যিকদের রচনাবলী, গল্প, উপন্যাস, অ্যাডভেঞ্চার, জীবনীমূলক বই, হাসির ছড়ার জোকস্ ও ধাঁধা, রূপকথা, নীতিমুলক, বনজঙ্গল, পশুপাখির, স্মৃতিগ্রন্থ, কম্পিউটার বই, ব্যায়াম চর্চা, মনীষীদের বাণী, প্রবন্ধ রচনা, কিশোর সাহিত্য, অঙ্কনের বই, এছাড়াও আছে স্কুল সিলেবাসের রেফারেন্স পাঠ্যবই।

পত্রপত্রিকা :: আনন্দমেলা, শুকতারা, কিশোর জ্ঞান- বিজ্ঞান, শরীর ও স্বাস্থ্য, নয়- দশ, এগারো- বারো, কিশোর ভারতী, সাপ্তাহিক বর্তমান, Achiverse ।
সংবাদপত্র :: বর্তমান, কর্মক্ষেত্র ।
ইন্টারনেট যুক্ত কম্পিউটার, প্রিন্টার।
রিডিং রুম।
পুস্তক লেনদেন পদ্ধতি– লাইব্রেরী কার্ড ।

 

পরিষেবা ::

 ১. Open access  এর মাধ্যমে বই পছন্দ  ও  লেনদেন।
২. তথ্য পরিষেবা।
৩. ইন্টারনেট পরিষেবা।
৪. কেরিয়ার গাইডেন্স।
৫. সরকারি পুস্তক বিতরণ।
৬. স্কলারশিপ, প্রফেশনাল কোর্স, বিভিন্ন পরীক্ষার খবরাখবর ।
৭. প্রজেক্টর মেশিনের সাহায্যে বিজ্ঞান মডেল, জ্ঞানমূলক ও পরিবেশ সচেতনতামূলক তথ্যচিত্র পরিবেশন।

 

ভবিষ্যত পরিকল্পনা ::

১. Library software (KOHA)  এর মাধ্যমে সমগ্র গ্রন্থাগার কার্য সম্পাদন করা।
২. ছাত্রছাত্রীদের কম্পিউটার অ্যাকসেস ( বুক সার্চ, ইন্টারনেট ) এর ব্যবস্থা করা।
৩. অনলাইন এ বই ও ম্যাগাজিন পড়ার সুযোগ।

Scroll to Top
Ramnagr High School